কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। সোমবার এর উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল¬াহ। ২ কোটি পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার দমদম হাট গ্রামীন বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে চারতলা ফাউন্ডেশনে দোতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তা, উপজেলা প্রকৌশলী নাজমুল হক, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, দমদম বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল¬াহ প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন