কলারোয়ায় বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/12/satkhira-20181216085029.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিএনপি প্রার্থীসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন অপর এক বিএনপি নেতা। এ মামলায় ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার কলারোয়া থানায় মামলাটি রেকর্ড করা হয়। কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মুনসুর আলী মামলাটি দায়ের করেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মদ বলেন, শুক্রবার দুপুরে বিএনপি দলীয় প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব প্রচার চালাচ্ছিলেন। এ সময় তার লিফলেট নিতে অস্বীকৃতি জানালে তারা কয়েকজনকে মারপিট করেন।
এ ঘটনায় দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন। ক্ষুব্ধ হয়ে কলারোয়ার কেড়াগাছি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মুনসুর আলী শনিবার কলারোয়া থানায় একটি মামলা করেছেন।
ওসি আরও বলেন, এ মামলার প্রধান আসামি দলীয় প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। ৪৬ জনকে আসামি করে মামলাটি করা হয়েছে। মামলা নং- ০৮। আসামিদের মধ্যে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন