কল্পনার প্রিয়তমা || মোস্তফা কামাল মাহদী
কল্পনার প্রিয়তমা
মোস্তফা কামাল মাহদী
তোমার ওই একটি লাইনের বাক্য
যা আমার দু’চোখে পঠিত,
দু’কানে ধ্বনিত যা এখনো
বাজে কিংবা আকর্ষিত করে হৃদয়ে।।
যেন কাছে টেনে নিয়েছে,
স্বপ্ন দেখিয়েছে
প্রিয়তমা ডেকে হেঁকেছি কিংবা বেঁকেছি
প্রাণান্তকর আছি পথে থেকে সুধায়ে।।
ঘোড়শী বুড়ি হয়ে,
কানে কান পেতে রয়ে
অপেক্ষার প্রহর শেষ
নাকি শেষ নয় রেশ
আশাহত পথ মিনতি তোমার সদাসয়ে।।
একদিন মিলন পথে,
মোহনা হয়েছে ক্ষতে
ভালবাসার দিগন্ত বিরহ-ব্যথা যদি নেয় ঘুঁচিয়ে।।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন