সিলেটের নবীগঞ্জের
কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন ও গুণীজন সংবর্ধনা
সিলেটের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাজু সুনাইত্যা কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান ২৬ শে মার্চ ২০২৩ স্বাধীনতা দিবস উদযাপন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের হলরুমে স্কুল পরিচালনা কমিটির সভাপতি আজবার হোসেনের সভাপতিত্বে সহকারি শিক্ষক টিটু চন্দ্র দেব এর পরিচালনায় স্বাধীনতা দিবসের উপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার শায়মা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক সেলিম আহমদ, নবীগঞ্জ দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক কবি ও সাংবাদিক এম. গৌছুজ্জামান চৌধুরী, কসবা এক নং ওয়ার্ড এর ইউপি সদস্য আমিরুল ইসলাম, মহিলা ইউপি সদস্য পাপিয়া সুলতানা, স্কুলের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক তপন চন্দ্র পাল।
অন্যান্যদে মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক রুবি তালুকদার, শর্মিলা দাশ, রিংকু চন্দ্র দাশ, কসবা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতায়াল্লী নফল উদ্দিন, সমাজসেবক আব্দুস শহিদ, কাছু উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের শেষ লগ্নে স্কুলের পক্ষ থেকে নিম্নোক্ত আটজন গুণী ব্যক্তিত্বকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষাক্ষেত্রে শায়মা সুলতানা, তপন চন্দ্র পাল, সাংবাদিক ও লেখক হিসেবে এম গৌছুজ্জামান চৌধুরী, প্রবাসী সমাজসেবায় সেলিম আহমদ, স্কুল পরিচালনায় আজবার হোসেন, সমাজসেবায় ইউপি সদস্য আমিরুল ইসলাম ও পাপিয়া সুলতানা প্রমুখ। সম্মাননা স্মারক সৌজন্যে ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক শেখ মো. ওবায়দুল হক অপু।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন