কাগুজে ‘পেঙ্গুইন বোমা’ তৈরি জাপানির! (ভিডিও)
নিত্য নতুন অস্ত্র ও বোমা তৈরি হচ্ছে বিশ্বজুড়ে। তবে সেগুলোর ব্যবহার শুধু ধ্বংসলীলা ছাড়া আর কোনও কিছুই বয়ে আনতে পারে না।
তবে এবার মজার কাগুজে ‘পেঙ্গুইন বম্ব’ বানিয়ে সবাইকে অবাক করে দিল এক জাপানি। হ্যাঁ, ঠিকই শুনছেন, পেঙ্গুইন বোমাই।
আর দুনিয়ায় এতকিছু থাকতে ধ্বংসাত্মক বোমার নামে এ নিরীহ-মিষ্টি স্বভাবের পেঙ্গুইনের নামটি কেন জুড়ে দেওয়া হল, তা নিয়ে অবশ্য সমালোচনার জায়গা রাখেননি এর নির্মাতা। কারণ, এ বোমা ভূমিস্পর্শমাত্র ‘পেঙ্গুইন’ হয়েই বিস্ফোরিত করবে আপনার চোখজোড়াকে।
এই পেঙ্গুইন বোমার প্রস্তুতকারক হারুকি নাকামুরা। তাঁর শিল্পকর্মের জন্য তাকে কুর্নিশ করতেতে বাধ্য হবেন আপনি। কাগজ দিয়েই নিজের শিল্পকর্ম সৃষ্টি করেন নাকামুরা। তা তো অনেকেই করেন। কিন্তু, হারুকি নাকামুরা এই শিল্পকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন।
‘রাবার ব্যান্ড’ জুড়ে তিনি ‘কাগুজে খেলনা’কে যে মাত্রায় নিয়ে গিয়েছেন, তা সত্যিই অবিশ্বাস্য।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে এই জাপানি শিল্পীর কারুকাজ। শুধু পেঙ্গুইনেই থেমে না-থেকে ডাইনোসর হয়ে চলছে তাঁর বোম সিরিজ। নাকামুরার কথায়, একবার দেখে লোকে চিরজীবন মনে রাখে, এমন শিল্পই আমি বানাতে চেয়েছি।
দেখে নিন হারুকি নাকামুরার পেঙ্গুইন বোমার ভাইরাল ভিডিওটি-
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন