কাতার নীতি পরিবর্তন না করলে আলোচনা নয় : আমিরাত
উপসাগরীয় দেশ কাতার তার নীতি পরিবর্তন না করা পর্যন্ত দেশটির সঙ্গে কোনো আলোচনা নয় বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
গত শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাস কাতার ইস্যুতে তার দেশের এ অবস্থানের কথা জানান। খবর- আরব নিউজের।
আমিরাত কাতারের ওপর অবরোধ আরোপকারী মধ্যপ্রাচ্যের চার আরব দেশের অন্যতম। জুনের শুরুতে সৌদি আরব, আমিরাত, বাহরাইন ও মিশর প্রতিবেশী কাতারের বিরুদ্ধে জঙ্গি ও সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। পরে কাতারের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে এই চার দেশ।
আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাতারের আমিরের সংলাপের আহ্বানকে আমরা স্বাগত জানাই। কিন্তু সেটা দোহার নীতি পরিবর্তনের পরই শুধু সম্ভব।
তবে টুইটারে নিজের দেশের এ অবস্থানের জানান দেওয়ার পাশাপাশি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী গত শুক্রবার কাতারের আমির শেখ তামিমের বক্তব্যে হতাশা ব্যক্ত করেন।
তবে তিনি আশা করেন কাতারের আমিরের এ বক্তব্য থেকেই দেশটির নীতি পরিবর্তনের উদ্যোগ শুরু হবে।
এদিকে, কাতার সংকটের শুরু থেকেই দেশটিকে সমর্থন দিয়ে যাওয়া প্রভাবশালী দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রোববার থেকে সৌদি আরব, কুয়েত ও কাতার সফর শুরু করছেন। দুইদিনের এ সফরে এরদোয়ান কাতার সংকট সমাধানে মধ্যস্ততার চেষ্টা করবেন বলে জানা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন