কাতারকে সমর্থন করায় কোরআন প্রতিযোগিতায় সোমালিয়া নিষিদ্ধ!

কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করায় কোরআন প্রতিযোগিতা থেকে সোমালিয়ার প্রতিযোগীকে বহিষ্কার করেছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতে ওই প্রতিযোগিতায় অংশ নেয়া সোমালি নাগরিক ইসমাইল মাদার মঙ্গলবার সাংবাদিকদের একথা জানিয়েছেন।

গত সপ্তাহে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ইসমাইল মাদারের অংশগ্রহণ শেষ বলে তাকে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

ইসমাইল বলেন, ‘আমি প্রতিযোগিতার বাকি ধাপগুলোতে অংশগ্রহণ করতে পারব না বলে আয়োজক কমিটি ও আমিরাতের কর্তৃপক্ষ সোমবার সন্ধ্যায় আমাকে জানায়।’

তিনি বলেন, ‘আমি এতে মর্মাহত হয়েছি। কারণ, আমি আশা করেছিলাম আমি বিজয়ী হব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার সঙ্গে এমনটা ঘটল, এটা মূলত শাস্তি।’

কাতারের সঙ্গে সোমালিয়া সম্পর্ক ছিন্ন না করার কারণে তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেয়া হয়েছে বলে মনে করেন ইসমাইল।

দুবাইতে অবস্থানরত সোমালি নাগরিক আবদুর রহমান ইব্রাইহিম হাসান আনাদোলু এজেন্সিকে বলেন, সোমালিয়ার প্রতিনিধি হিসেবে তিনি আর প্রতিনিধিত্ব করতে পারবেন না বলে ইসমাইলকে বলা হয়।

প্রত্যক্ষদর্শী হাসান আরো জানান, ইসমাইলকে দুবাই বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় এবং তাকে সোমালিয়ায় ফেরত পাঠিয়ে দেয় আমিরাতে নিরাপত্তা বাহিনী।

তবে দুবাই এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

প্রত্যেক বছর পবিত্র রমজান মাসে এই কোরআন প্রতিযোগিতার আয়োজন করে দুবাই সরকার। প্রতিযোগিতায় বিজয়ীকে অর্ধ কোটি টাকার বেশি পুরষ্কার দেয়া হয়ে থাকে।

উল্লেখ্য, গত ৫ জুন সন্ত্রাসে মদদ দেওয়ার কথিত অভিযোগে কাতারের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে সৌদি আরব, বাহরাইন, মিশর ও সংযুক্ত আরব আমিরাত। সৌদির আহ্বানে সাড়া দিয়ে অবরোধের পক্ষ নেয় মিত্র কয়েকটি দেশ।

তবে সৌদি আরবের আহ্বান প্রত্যাখ্যা করে ‘ভ্রাতৃপ্রতীম দেশগুলোর মধ্যে সংলাপের মাধ্যমে’ এই সমস্যার সমাধান করার আহ্বান জানায় সোমালিয়া।