কাতারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী: মেইল অনলাইন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সোমবার (২১ নভেম্বর) কাতার পৌঁছেছেন। বিশ্বকাপ ফুটবলে ওয়েলসের বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রথম খেলা দেখতে তিনি কাতার এসেছেন।
এমন সময় তিনি কাতার পৌঁছালেন যখন ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি ও দেশটিতে বিক্ষোভের ঘটনায় ইরানের সঙ্গে মার্কিন উত্তেজনা চরমে। দেশ দুটি বিশ্বকাপে একই গ্রুপে খেলছে।ব্লিনকেন একজন ফুটবল ভক্ত এবং খেলোয়াড়। বিশ্বকাপের গ্রুপ-বি এর যুক্তরাষ্ট্র বনাম ওয়েলসের খেলা দেখবেন তিনি।
খেলা দেখার পাশাপাশি কাতার কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনাও করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত অংশীদারদের একটি হলো কাতার।
কাতারে প্রায় আট হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে আল-উবেইদ বিমান ঘাঁটিতে। ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা আফগানদের প্রত্যাহারে ঘাঁটিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
গ্রুপ-বি তে যুক্তরাষ্ট্রের খেলা রয়েছে ইরান ও ইংল্যান্ডের সঙ্গে। গ্রুপের প্রথম খেলায় ইংল্যান্ডের কাছে ৬-২ গোলে হেরেছে ইরান। খেলা শুরুর আগে ইরানের বেশ কয়েকজন ফুটবলার জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানিয়েছেন দেশে চলমান বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে।
বাইডেন কাতারে পৌঁছার আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরব উপদ্বীপ-বিষয়ক একজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ড্যানিয়েল বেনাইম বলেছেন, যুক্তরাষ্ট্রের একটি অটল ও গুরুত্বপূর্ণ অংশীদার কাতার এবং মার্কিন-কাতার সম্পর্ক ক্রমাগত বাড়ছে। সূত্র: মেইল অনলাইন
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন