কাতারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
এবার সড়ক দুর্ঘটনায় মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রাণ গেল প্রবাসী দুই বাংলাদেশির। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি আহত হয়েছেন।নিহতরা হলেন- চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর সর্দার আমিন মুন্সি বাড়ির মোহাম্মদ সিরাজ, ফটিকছড়ি উপজেলার ধর্মপুর সাইফুর বাড়ির মোহাম্মদ জাহেদ।
বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে কাতারের রাজধানী দোহার আবু হামোড় এলাকায় একটি প্রাইভেটকার পেছন থেকে বাংলাদেশিদের বহনকারী গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। নিহতদের মরদেহ স্থানীয় দোহা হামাদ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
গুরুতর আহত দুজন জমির উদ্দিন ও সৈয়দ হোসেন মিয়া স্থানীয় দোহা হামাদ হাসপাতালে চিকিৎসাধীন। আহত দুজনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুরে।
কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর রবিউল ইসলাম জানান, নিহত দুজনের মরদেহ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানো হবে। ধাক্কা দেয়া প্রাইভেটকারের মালিকের কাছে ক্ষতিপূরণ আদায় করতে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন