কাদেরকে ‘উন্নতমানের হকার’ বললেন রিজভী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘উন্নতমানের ফেরিওয়ালা এবং হকারের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের যা বলবেন, জনগণ ঠিক তার উল্টোটা দেখতে পায়।’
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় রিজভী এসব বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুইডেন শাখা এ সভার আয়োজন করে।
রিজভী বলেন, ‘আওয়ামী লীগ আর বিএপির মধ্যে পার্থক্য হলো আওয়ামী লীগ গালাগাল করে, মিথ্যাচার করে আর বিএনপি যতটুকু সমালোচনা করা দরকার তাই করে।’
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি একটাই, শেখ হাসিনার পতন’- এমন দাবি করে তিনি বলেন, ‘দেশে একটা প্রবাদ প্রবচনে পরিণত হয়েছে যে, হাসিনা মার্কা নির্বাচন, তার মানে হলো প্রতিপক্ষ থাকবে না। রাস্তার মধ্যেই প্রতিপক্ষকে আটকে দেয়া, রাত ৩টায় ব্যালট সিল মেরে বাক্স ভরে ফেলা।’
নির্বাচন কমিশনারের সমালোচনা করে রিজভী বলেন, ‘ এই নির্বাচন কমিশন হাসিনার কথায় চলে, একতরফা নির্বাচন করছে, কোনো অভিযোগ সিইসি কর্ণপাত করেন না। বিএনপি কথা বললে কানে তুলা দেন, হাসিনা কথা বললে তুলা খুলে ফেলেন। এই লোক থাকলে অবাধ নির্বাচন হবে কেন? শেখ হাসিনা যেভাবে নির্বাচন চান তার (শেখ হাসিনা) জন্য উপযুক্ত হচ্ছেন এই নুরুল হুদা।’
রোহিঙ্গাদের ফেরত পাঠানো প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, ‘বাংলাদেশকে মধ্যযুগীয় অন্ধকারে রাখা হয়েছে। এতদিন পর মিয়ানমারের মন্ত্রী এসেছেন বাংলাদেশে, দেখা যাবে কী করেন এ দেশের মন্ত্রীরা, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারবে নাকি আবার আতপ চাল আনার প্রস্তাব করে বসে!’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুজ্জামান রতন, সুইডেন শাখার সভাপতি মিজান চৌধূরী প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন