কাদেরের মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম ফজিলাতুন্নেসা মারা যান। তার বয়স হয়েছিল ৯২ বছর।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক শোকবার্তায় বেগম ফজিলাতুন্নেসার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশের পাশাপাশি বেগম ফজিলাতুন্নেসার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন রত্নগর্ভা মহিয়সী নারী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন