কান থেকে বের হলো পোকা, বিশেষজ্ঞরাও জানেন না পরিচয়!

কানে পোকা ঢুকে যাওয়া তেমন কোনও বিরল ঘটনা নয়। এই তো কিছুদিন আগেই এক মহিলার কান থেকে এক জ্যান্ত মাকড়সার বেরিয়ে আসার কথা জেনেছি। কানে টিকটিকি প্রবেশের খবরও অজানা নয়। আর এবার যে খবরটা জানা গেল তা রীতিমত ভয়ঙ্কর। এবার কানের ভেতর থেকে বেড়িয়ে এলো এক অদ্ভুত আকৃতির পোকা।

জানা যায়, কারো কান থেকে চিকিৎসকরা একটি বস্তুকে বের করে আনেন। কিন্তু সেই বস্তুটি এমনই নাছোড়বান্দা যে, সে কিছুতেই বেরতে চাইছে না। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পরে যা বেরিয়ে আসে তা এক আটপেয়ে কিম্ভূত জীব। সে ওই ব্যক্তির কানে অতি কঠিন ভাবে আঁকড়ে বসে ছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, এটি সিঙ্গাপুরের একটি হাসপাতালের। এর বেশি কোনও সংবাদ এ বিষয়ে পাওয়া যায়নি।

এই এটি নাকি একটি পরজীবী মাংসাশী প্রাণী। যার দেহে এ আশ্রয় নেয়, তার দেহ থেকেই এ বাঁচার উপাদান সংগ্রহ করে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই পরজীবীটি মাংসাশী নয়। এর খাদ্য হল রক্ত। জঙ্গলে যারা ঘুরে বেড়ান, তাদের শরীরে এমন কীট আশ্রয় নিতেই পারে।
বিশেষজ্ঞদের মতে, এটি এঁটুলি জাতীয় কোনও প্রাণী। কিন্তু এটির প্রকৃত পরিচয় এখনও জানা যায়নি।