কাপ্তাই হ্রদের পানি বাড়তে শুরু করেছে
সাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে রাঙ্গামাটিতে গত দুদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বাড়তে শুরু করেছে কাপ্তাই হ্রদের পানি।
কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের তথ্য মতে, কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল। বর্তমানে হ্রদে পানি রয়েছে ১০৮ দশমিক ৫৩ এমএসএল। পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলায় পানি বন্দি রয়েছে কয়েক হাজার মানুষ
রাঙ্গামাটি জেলা প্রশাসনে সূত্র থেকে জানা যায়, জেলার লংগদু, বাঘাইছড়ির ৫টি ইউনিয়ন ও রাঙ্গামাটি পৌর এলাকায় ৯ হাজার ২০০ মানুষ পানিবন্দি রয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ আশ্রয় কেন্দ্রে যাননি।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের বলেন, ‘পানির স্তর আরো একটু বৃদ্ধি পেলে বাঁধের গেট খোলার বিষয়টি বিবেচনার মধ্যে রাখা রয়েছে। পানিবৃদ্ধি অব্যাহত থাকলে আজ সন্ধ্যা বা আগামীকাল সকালে গেট খুলে দেয়া হতে পারে।’
প্রসঙ্গত, হ্রদের পানি কমাতে গত ২৫ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিন বাঁধের ১৬টি গেট খোলা ছিল। পানির স্তর ১০৮ এমএসএলের নিচে চলে আসায় ৯ সেপ্টেম্বর গেট বন্ধ করে দেয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন