কাবুলে ছয় মাসে বোমা হামলায় নিহত দেড় হাজার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/07/kabul-20170724121349.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চলতি বছরের প্রথম ছয় মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা হামলার ঘটনায় ১ হাজার ৬৬২ জন বেসামরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো সাড়ে তিন হাজার মানুষ। খবর ডনের।
আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি আফগানিস্তানে ২০০৯ সাল থেকে দেশটিতে বেসামরিক হতাহতের ডকুমেন্ট প্রকাশ করছে।
গত মে মাসে কাবুলে একটি ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। একটি ট্রাক বোমা বিস্ফোরণের ঘটনায় রাজধানীতে দেড় শতাধিকের বেশি মানুষ নিহত হয়।
ইউএনএএমএ জানিয়েছে, ওই হামলায় ৯২ বেসামরিক প্রাণ হারিয়েছে। ২০০১ সাল থেকে দেশটিতে যেসব হামলার ঘটনা ঘটেছে তার মধ্যে ভয়াবহ হামলাগুলোর একটি ছিল ওই হামলা।
চলতি বছরের প্রথম ছয় মাসে আফগানিস্তানের ৩৪ প্রদেশের প্রায় অর্ধেক প্রদেশেই বেসামরিক নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন