কালকিনিতে জেএসসি পরীক্ষায় নকল করতে গিয়ে দুই ছাত্র বহিস্কার
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলায় আজ সোমবারের জেএসসি পরীক্ষার ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষা দেওয়ার সময়ে নকল করতে গিয়ে হাতেনাতে ধরা পরে দুই কেন্দ্রর দুই ছাত্রকে বহিস্কার ও অর্থ দন্ড নিয়ে থাকে ভ্রাম্যমাণ আদালত।
সূত্র থেকে জানা যায়, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা দেওয়া সময়ে কালকিনি উপজেলার বাঁশগাড়ি বাটামারা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ইয়াকুব সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজের পরীক্ষা কেন্দ্রে নকল করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে হাতেনাতে ধরা পরলে ইয়াকুবকে বহিস্কার ও অর্থ দন্ড দিতে হয়।
অপরদিকে সৈয়দ আবুল হোসেন একাডেমীর ছাত্র আরিফ সরদার সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজের কেন্দ্রে পরিক্ষায় নকল করতে গিয়ে সেও ভ্রাম্যনাণ আদালতের কাছে হাতেনাতে ধরা পরে তাকেও বহিস্কার ও অর্থ দন্ড দিতে হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তা বলেন, নকল করার সময়ে ধরা পরায় দুইজন ছাত্রকে বহিস্কার পরে অর্থ দন্ড দিতে হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন