কালকিনিতে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/06/rape-big-20170607160009.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলায় এক ছাত্রীকে মাদ্রাসার সুপার এইচ এম বজলুর রহমানের (৫১) বিরুদ্ধে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে তার বাবা বাদী হয়ে কালকিনি থানায় একটি ধর্ষণের মামালা দায়ের করেন।
ঘটনার সুত্র থেকে জানা যায়, কালকিনির উওর কানাইপুর দারুল আমান দাখিল মাদ্রাসার সুপার বজলুর তার মাদ্রাসায় নবম শ্রেনিতে পরা অবস্থায় থেকে ছাত্রীকে প্রাইভেট পড়াতেন, এক সময়ে গোপনে ওই ছাত্রীর নগ্নছবি মোবাইলে মাধ্যমে ভিডিও করেন ওই মাদ্রাসার শিক্ষক, পরে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ করে আসছে। এই ঘটনাটি রবিবার এলাকাবাসীরা জেনে ফেলেয়া মাদ্রাসার শিক্ষক এলাকা থেকে পালিয়ে যায়। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে কালকিনি থানায় একটি ধর্ষণের মামালা করেন। ওই ছাত্রীটি এখন কলেজে পড়ে।
কালকিনির থানার পুলিশের কর্মকর্তা বলেন, মাদ্রাসা সুপারের বিরুদ্ধে এক ছাত্রী ধর্ষণের মামলা করা হয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন