কালিগঞ্জে আ.লীগের কার্যালয়ের ছাদ ঢালাই উদ্বোধন
কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের ছাদ ঢালাই কাজ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩জুলাই) বেলা ১১টায় ঢালাই কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দীপালী রাণী ঘোষ, জাহিদ হাসান, শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ এর সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেনসহ ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন