কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান মেম্বারদের সাথে এমপি প্রার্থী দোলনের মতবিনিময়
সাতক্ষীরা-৪ আসনের অন্তর্গত কালিগঞ্জের ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেছেন নৌকার প্রার্থী এসএম আতাউল হক দোলন। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার সদর কুশুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের নৌকার প্রার্থী এসএম আতাউল হক দোলন।
তিনি বলেন, আমি রাজনৈতিক পরিবার থেকে বেড়ে উঠেছি। আমার পিতা এমপি ছিলেন আমি নিজেও উপজেলা চেয়ারম্যান ছিলাম। আপনারা কেউ কি বলতে পারবেন আমি কখন প্রভাব বিস্তার করে নিজের আখের গুছিয়েছি। আগামি নির্বাচনে দল-মত নির্বিশেষে আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন। আমি নির্বাচিত হলে অবশ্যই আপনাদের মূল্যয়ন করবো। আমি শ্যামনগর- কালিগঞ্জের মানুষের সাথে মিশে থাকতে চাই।
কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আযম লেলিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরীম আলি মুন্সি, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, কালিগঞ্জের মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল প্রমুখ।
সভায় ইউপিদের মধ্যে বক্তব্য রাখেন ধলবাড়িয়া ইউপি সদস্য ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, কৃষ্ণনগর ইউপি সদস্য নুর হোসেন, বিষ্ণুপুর ইউপি সদস্য আফছার উদ্দিন, মথুরেশপুর ইউপি সদস্য দেবাশীষ ঘোষ, রতনপুর ইউপি সদস্য সুপেন্দ্র নাথ, কুশুলিয়া ইউপি সদস্য শহিদুর রহমান বাবু, দক্ষিণ শ্রীপুর ইউপি সদস্য রেজাউল ইসলাম ও মৌতলা ইউপি সদস্য মাহফুজা খাতুন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন