কালীগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদন্ড
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/08/IMG-20230809-WA0002-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
লালমনিরহাটের কালীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে কারাদণ্ড দিয়ে দুই যুবককে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার ( ৯ আগস্ট) দুপুরে উপজেলা কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, আদিতমারী উপজেলার নামুড়ী ইউনিয়নের কিমামত ক্ষুদ্র চন্দ্রপুর এলাকার রফিকুল ইসলাম ছেলে রাশেদুল ইসলাম (২৭) ও কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী গ্রামের আবু তাহেরের ছেলে জাহিদ হাসান অর্নব (২৬)।
জানাগেছে, সাজাপ্রাপ্ত দুই যুবককে গাঁজা সেবনরত অবস্থায় আলামত সহ তাদের আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম তাদের ৩ মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজরে প্রেরন করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম বলেন, কালীগঞ্জকে মাদকমুক্ত উপজেলা হিসাবে গড়ে তুলতে আমার এ অভিযান অব্যাহত থাকবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন