কাশ্মিরের প্রথম মুসলিম নারী পাইলট ইরাম হাবিব
৩০ বছর বয়সী তরুণী ইরাম হাবিবের নাম এখন ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। কারণ, কাশ্মিরের প্রথম মুসলিম নারী পাইলট হিসেবে তিনি চলতি মাসেই যোগ দিচ্ছেন একটি বেসরকারি এয়ারলাইন্সে।
ইরামের যাত্রাটা মোটেও সহজ ছিল না। কাশ্মিরের রাজনৈতিক পরিস্থিতিতে একটি মেয়ে পাইলট হয়ে আকাশে উড়বেন তা অনেকের জন্যেই চিন্তা করা কঠিন। তবে ইরাম ছোট থেকেই স্বপ্ন দেখেছেন। আর তার সেই স্বপ্নকে সফল করতে সবসময়েই ইরামের পাশে ছিলেন তার বাবা।
ইরাম হাবিবের বাবা কাশ্মীরের সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের জিনিসপত্র সরবরাহ করেন।
বর্তমানে দিল্লিতে প্রশিক্ষণ চলছে ইরামের। কমার্শিয়াল পাইলট হওয়ার লাইসেন্স পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। কাশ্মিরের প্রথম মুসলিম নারী পাইলট হওয়ার পর তিনি জানিয়েছেন, ‘সবাই খুব অবাক হয়ে যাচ্ছে একজন মুসলিম মেয়ে হয়ে আমি কিভাবে পাইলট হয়ে গেলাম। কিন্তু আমি এখন সেসব ভাবছি না। আমি শুধুই এখন আমার লক্ষ্যে এগিয়ে যেতে চাই।’
ইরামের আগে একইভাবে নাম কুড়িয়েছেন আয়েশা আজিজ। ২১ বছর বয়সী আয়েশা ছিলেন সর্বকনিষ্ঠ মুসলিম নারী পাইলট।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন