কিশোরগঞ্জে আওয়ামীলীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় রবিন মিয়া (৩৮) নামের যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ মডেল থানা–পুলিশ তাঁকে আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল রোববার রাতে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে রবিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। রবিন সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর গ্রামের রজব আলীর ছেলে। তিনি লতিবাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি।
গতকাল দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের একটি ভিডিও শেয়ার করলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর মিছিলে কারা ছিলেন, তা নিয়ে পুলিশ তদন্তে নামে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, গতকাল দুপুরে আওয়ামী লীগের ব্যানারে কয়েকজন মুখে কালো কাপড় বেঁধে ঝটিকা মিছিল করেন। মিছিলে রবিন মিয়াও ছিলেন। এ ছাড়া গত বছরের ৪ আগস্ট কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় রবিন সন্দেহভাজন আসামি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন