কিশোরগঞ্জে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ঐতিহ্যবাহী পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মার্চ) সকাল ১০ টায় জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্ভোধন করেন প্রধান অতিথি সাবেক আইজিপি, সচিব রাষ্ট্রদূত এবং জাতীয় সংসদ সদস্য- কিশোরগন্জ ২ (পাকুন্দিয়া – কটিয়াদী) আসনের সাংসদ নুুর মোহাম্মদ। বিদ্যালয়ের সভাপতি, রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, অফিসার ইনচার্জ মোঃ সারোয়ার জাহান, মাধ্যমিক শিক্ষা কর্ম কর্তা এস এম সাইফুল আলম, পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক মোঃ আঃ হান্নান।
ও আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহাম্মেদ, প্যানেল মেয়র মোঃ তরিকুল ইসলাম আসাদ, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র,ছাত্রী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মেদ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতে ছাত্র, ছাত্রীদের মনোমুগ্ধকর দলীয় ডিসপ্লে, অভিনয়, নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্টান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন