কিশোরগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায়, ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব

কিশোরগঞ্জের করিমগঞ্জে শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামী আঃ ছোবান মাস্টার (৬০) কে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া শৈলজানী এলাকায় অভিযান পরিচালনা করে শিশু ধর্ষণ মামালার এজাহারনামীয় একমাত্র আসামী আঃ ছোবান মাস্টার (৬০)কে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী ও বিবাদী পাশাপাশি বাড়ীতে বসবাস করে। ঘটনার দিন ১২ এপ্রিল রাত ৯ ঘটিকায় বিবাদী আঃ ছোবান মাস্টার (৬০) মজা খাওয়ার কথা বলে তার বাড়িতে নিয়ে গিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
ভিকটিম চিৎকার করলে ভিকটিমের নানী ও পরিবারের অন্যান্য সদস্যরা বিবাদীর বাড়ীতে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে। এ সময় বিবাদী আঃ ছোবান মাস্টার (৬০) পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
যার মামলা নং-১৯, তারিখঃ ১৮/০৪/২০২৫ খ্রি., ধারাঃ ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/২০০৩)। ঘটনার পর র্যাব কিশোরগঞ্জ ক্যাম্প সদস্যরা ছায়াতদন্ত শুরু করে এবং ঘটনায় জড়িতকে আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।
র্যাব সুত্রে জানা যায়, কিশোরগঞ্জ র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ১০ জুলাই রাত অনুমান ২১:৩০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন কোদালিয়া শৈলজানী এলাকায় অভিযান পরিচালনা করে শিশু ধর্ষণ মামালার এজাহারনামীয় একমাত্র আসামী আঃ ছোবান মাস্টার (৬০)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ঘটনায় স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির জানান, গ্রেফতারকৃত আসামীকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন