কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলে নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/08/বজ্রপাত-বাজ-আকাশ-চমকানো-0.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কিশোরগঞ্জ করিমগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, আবুল কাশেমের ছেলে আলী আকবর (৩০) ও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে কাঞ্চন মিয়া (৩২)।
জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.: হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকার হাওরে নৌকা দিয়ে মাছ ধরতে যায় ১১ সদস্যের একটি জেলে দল। রাত ৩টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় নৌকায় এসে একটি বজ্রপাত পড়ে দুই জেলের মৃত্যু হয়। বাকিরা আহত হন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান বলেন, জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে বিষয়টি জানিয়েছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন