কিশোরগঞ্জের মিঠামইনে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ কর্মকর্তাদের সংবর্ধনা
কিশোরগঞ্জের মিঠামইনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ ও শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৭ জুন) সকালে মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সহোদর বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আবদুল হক নুরু।
সংবর্ধিত অতিথিরা হলেন, অধ্যাপক নেহাল আহমেদ (মহাপরিচালক, মাওশি), প্রফেসর ড. নিজামুল করিম (মহাপরিচালক নায়েম), ড. শ্রীকান্ত কুমার চন্দ (যুগ্ম সচিব, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ), প্রফেসর মো. শাহেদুল কবির চৌধুরী (পরিচালক, কলেজ ও প্রশাসন, মাওশি), প্রফেসর তপন কুমার সরকার (চেয়ারম্যান, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড), প্রফেসর কাইছার আহমেদ (চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড) এবং আবেদা আক্তার জাহান (প্রধান শিক্ষক, তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও দেশসেরা প্রধান শিক্ষক)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি অধ্যাপক নেহাল আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম, উপপরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস, উপপরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রফেসর আজাদ হোসেন চৌধুরী, কলেজ পরিদর্শক এ,টি,এম মোয়াজ্জেম হোসেন, বিদ্যালয় পরিদর্শক মো. আবুল মনসুর ভূইয়া, পরীক্ষা নিয়ন্ত্রক এস,এম আমিনুল ইসলাম, পরিচালক মনিটরিং প্রফেসর আমির হোসেন, পরিচালক মাওশি প্রফেসর সিরাজুল ইসলাম খান, পরিচালক প্রশিক্ষণ মাওশি প্রফেসর ড. প্রবীর কুমার ভট্টাচার্য, পরিচালক মাওশি ড. এ,কিউ,এম শফিউল আজম, পরিচালক মাওশি প্রফেসর বেলাল হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফারুক সিদ্দিকী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন