কিশোরগঞ্জের হোসেনপুরে আমেরিকা প্রবাসির বাড়িতে ডাকাতি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/01/IMG_20250108_222346.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমান সরকার বাজার সংলগ্ন ইসমাইল মাস্টার এর ছেলে আমেরিকা প্রবাসি নাজমুল আলমের ৩তলা বাড়ির আশরাফ মঞ্জিলে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ২.২০টার দিকে ১০-১২ জনের ডাকাত দল বাড়ির ওয়াল টপকিয়ে সদর দরজা ভেংগে নগদ ৩ লাখ টাকা ও ১০-১২ ভরি স্বর্ণালংকার অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ পাওয়া গিয়াছে। আমেরিকা প্রবাসি নাজমুল আলম এর ভাই তানিম আশরাফি বলেন, ৩ তলা বাড়ির নিচ তলা আমার বাবা-মা ও ২য় তলায় আমি ও আমার স্ত্রী বসবাস করি।
মঙ্গলবার রাত আনুমানিক ২টার পর বাড়ির সামনে মাইক্রোবাস থামিয়ে ১০-১২ জনের ডাকাত দল বাড়ির দেওয়াল টপকিয়ে ভিতরে ঢুকে বাড়ির সদর দরজা ভেংগে ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে দ্বিতীয় তলা ও নিচ তলার থাকা নগদ ৩লাখ টাকা ও ১০-১২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাত দল।
এ ঘটনায় হোসেনপুর-কটিয়াদি থানার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের ধরতে পুলিশ তৎপরতা চালাবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন