কিশোরগঞ্জের হোসেনপুরে আলোকিত সামাজিক সংঘের ঈদ সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জের হোসেনপুরে শাহেদল ইউনিয়নের কুড়িমারা গ্রামের আলোকিত সামাজিক সংঘ ও পাঠাগার এবং আলোকিত যুব সংঘের উদ্যোগে পবীত্র ঈদুল ফিতর উপলক্ষে হত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) সংঘের কার্যালয়ে ৩শ পরিবারের মাঝে চালেরগুড়া, সেমাই, নুডুলস, চিনি, গুড়াদুধসহ বিভিন্ন প্রকার মসলা সামগ্রী বিতরণ করা হয়। সংঘের সভাপতি শফিউল্লাহ কারারে সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে হোসেনপুর পৌরসভা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান সংঘের নামে খাস ভূমি বন্দোবস্ত প্রদান।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুফাজ্জল হোসেন সরকারী তহবীল হতে ১ লক্ষ টাকা অনুদান ও স্থানীয় শাহেদল ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন ২৫ হাজার টাকা অনুদান দেয়ার প্রত্যয় ব্যাক্ত করে এলাকায় সামাজিক উন্নয়ন মুলক বিভিন্ন কর্মসূচী বাস্তাবায়নে সংস্থাকে প্রসংশা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংঘের সাধারন সম্পাদক মাওঃ জুনায়েদ হোসেন ও কোষাধক্ষ্য সাজ্জাদ হোসেন মাহতাব জানান ও শীতে কম্বল বিতরণ, ফ্রিতে চিকিৎসা সেবাসহ ঈদ সামগ্রী বিতরণে সম্পূর্ণ সদস্যদের নিজস্ব অর্থায়নে করা হয়েছে। তাছাড়া সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান রেনু, মঞ্জু মাস্টার, আঃ কাইয়ুম, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, সংঘের সহ সভাপতি মাসুদুর রহমান, উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণে সার্বিক সহযোগীতা করেন।