কিশোরগঞ্জের হোসেনপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের হোসেনপুরে আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপনের জন্য প্রস্তুতি মূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করে হোসেনপুর থানা।
হোসেনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন – হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব (জগাই), হোসেনপুর পৌরসভার কমিশনার মিছবাহ উদ্দিন মানিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয়ের দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি রাজীব চন্দ্র সাহা, শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়া পূজা উদযাপন কমিটির সভাপতি বিনয় ভূষন সরকার, হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মন্দিরের দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি কালি প্রসাদ দাস, স্বর্গীয় প্রফুল্ল দত্ত মহাশয়ের বাড়ি দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি হারাধন চন্দ্র দাস, গলাচিপা সর্বজনীন দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি পৃথিশ চন্দ্র সরকার, লাখুহাটি দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক বিজন চন্দ্র ঘোষ, শ্রী শ্রী গোপাল জিউড় আখড়া দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি বিনয় চন্দ্র দাস ও শ্রীবাস সাহা বাড়ি দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার প্রমুখ।
উল্লেখ্য হোসেনপুর উপজেলায় ও পৌরসভায় ১৩ টি সার্বজনীন ও ১টি ব্যক্তিগত দুর্গা পূজার প্রস্তুতি চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন