কিশোরগঞ্জের হোসেনপুরে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা গোবিন্দপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতে সভাপতি মাওলানা শামসুর রাহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ১ (সদর -হোসেনপুর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক হোসেন ভুঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা জামায়াতের আমীর জনাব মোঃ আমিনুল হক, কিশোরগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালিদ হাসান জুম্মন, আশরাফ চৌধুরী ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা শামসুল হক, মাওলানা আনিসুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন ভুঁইয়া প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ কামাল উদ্দিন, ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক মোঃ আজিজুল হক, জামায়াত নেতা আশরাফ হোসেন বুলবুল, মাওলানা আনোয়ার শাহ হোসেনপুরি প্রমুখ।

ইফতার মাহফিলে শিক্ষক, সমাজ সেবক, রাজনীতিবিদ ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন।