কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজল চন্দ্র দাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে হোসেনপুর উপজেলা দক্ষিণ গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাজল চন্দ্র দাস দক্ষিণ গোবিন্দপুর মালীবাড়ি শ্রী সুনিল চন্দ্র দাসের ছেলে। সে স্থানীয় বাজারে সেলুনের কাজ করতেন।

নিহতের চাচাতো ভাই প্রান্ত কুমার দাস জানান, সে প্রতিদিনের ন্যায় গোবিন্দপুর বাজারে তার সেলুনে চুল কাটার কাজ করে দুপুরে বাড়িতে আসেন বাড়িতে এসে নতুন ঘড়ে পানি দেয়ার জন্য পানির মটারের লাইন লাগানোর সময় সময় বিদ্যুৎপৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় বাড়ির লোকজন তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য রেজাউল করিম রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।