কীভাবে কোটি টাকার চাকরি বাগালেন ‘অতি সাধারণ ছাত্র’, রইল বিস্ময়কর কাহিনি

চাকরি পাওয়ার পর তিনি নিজেও বিশ্বাস করতে পারছিলেন না এমনটা ঘটেছে বলে। তবে অফার লেটারকে তো আর অস্বীকার করা যায় না। বিশেষ করে তা যদি গুগল-এর মতো কোনও সংস্থার তরফ থেকে আসে। তাই চেষ্টা করলে অসম্ভব বলে যে কিছু নেই, তা শেষমেশ মেনেই নিয়েছেন চণ্ডীগড়ের হর্ষিত শর্মা। দ্বাদশ শ্রেণি পাশ করে আইটি নিয়ে পড়াশোনা করিছিলেন তিনি। সদ্য গুগলে চাকরি পেলেন। তাঁর বার্ষিক বেতন হতে চলেছে ১৪ মিলিয়ন ডলার। কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন হর্ষিত।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গুগলের আইকন ডিজাইনের জন্য চাকরি পেয়েছেন তিনি। গুগলে গ্রাফিক ডিজাইনার হিসেবে যোগ দিচ্ছেন হর্ষিত। স্বাভাবিকভাবেই আপ্লুত তিনি। ১০ বছর বয়স থেকেই ডিজাইনিংয়ের নেশা হর্ষিতের। কাকার কাছে এই বিষয়ে তাঁর হাতেখড়ি হয়। খুব অল্প বয়স থেকেই এই শিক্ষাকে কাজে লাগাতে শুরু করেন তিনি। বলিউড এবং হলিউড ফিল্মের পোস্টার ডিজাইন করে মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা উপার্জন করতেন। এমনকী, ডিজিটাল ইন্ডিয়ায় তাঁর কাজের জন্য প্রধানমন্ত্রীর দফতর ৭০০০ টাকা

গুগলে চাকরির জন্য বহুদিন ধরেই অনলাইনে খোঁজ চালাচ্ছিলেন তিনি। চলতি বছরের মে মাসেই নিজের ডিজাইন করা সমস্ত পোস্টার সেখানে পাঠান হর্ষিত। তা দেখেই গুগল একটি বিশেষ প্রোগ্রামের জন্য হর্ষিতকে বেছে নেয় বলে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। এই স্পেশ্যাল প্রোগ্রামের জন্য তাঁকে প্রথমে এক বছরের একটি প্রশিক্ষণ দেওয়া হবে সংস্থার তরফে। প্রশিক্ষণের সময়ও ৪ লক্ষ টাকা করে পাবেন তিনি। প্রশিক্ষণ শেষে প্রতি মাসে হর্ষিত পাবেন ১২ লক্ষ টাকা। তবে এই স্পেশ্যাল প্রোগ্রামটি কী নিয়ে তা জানা যায়নি।

হর্ষিত জানিয়েছেন, ‘‘আমার মতো একজন অতি সাধারণ ছাত্র যে গুগলে চাকরি পাবে, কে জানত! আমি ভাষায় প্রকাশ করতে পারছি না কতটা খুশি এই মুহূর্তে!’’