কুড়িগ্রামে ইয়ুথনেটের কমিটি গঠন

জলবায়ু ও পরিবেশ অধিকার নিয়ে কাজ করা যুব সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস কুড়িগ্রাম জেলা টিম গঠিত হয়েছে।

সোমবার(২৯মে) সকালে জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের চর ইয়ুথনেটে এক সমন্বয় সভায় এ কমিটি গঠন করা হয়।

প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মো.শাহবুদ্দিন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন ও কুড়িগ্রাম মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক সুশান্ত বর্মণকে উপদেষ্টা করে ও সাংবাদিক সুজন মোহন্তকে জেলা সমন্বয়ক করে ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটির ঘোষণা দেন ইয়ুথনেট এর নির্বাহী পরিচালক সোহানুর রহমান।

এসময় ইয়ুথনেট এর নির্বাহী বলেন, ‘জলবায়ু জাস্টিস নিয়ে আমরা ২০১৬ সাল থেকে সারাদেশে কাজ করছি। আমরা সব-সময় চেষ্টা করছি ইয়ুথনেটের মাধ্যমে দেশের পরিবেশ ও জলবায়ু সুবিচার প্রতিষ্ঠা করার।’

এসময় আরো উপস্থিত ছিলেন, যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তানজিল শফিক ও প্রচেষ্টা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইকরাম উদ্দিন আবির, বৃক্ষ প্রেমিক আনোয়ার হোসেন প্রমুখ।

উল্লেখ্য,ইয়ুথনেট গত দুই বছর ধরে কুড়িগ্রামের চরাঞ্চল মানুষদের জীবনমান উন্নয়নে,আর্থিকভাবে স্বাবলম্বী করতে ও জলবায়ু সুবিচার নিয়ে কাজ করছে।