কুড়িগ্রামে ইয়ুথনেটের কমিটি গঠন
জলবায়ু ও পরিবেশ অধিকার নিয়ে কাজ করা যুব সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস কুড়িগ্রাম জেলা টিম গঠিত হয়েছে।
সোমবার(২৯মে) সকালে জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের চর ইয়ুথনেটে এক সমন্বয় সভায় এ কমিটি গঠন করা হয়।
প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মো.শাহবুদ্দিন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন ও কুড়িগ্রাম মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক সুশান্ত বর্মণকে উপদেষ্টা করে ও সাংবাদিক সুজন মোহন্তকে জেলা সমন্বয়ক করে ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটির ঘোষণা দেন ইয়ুথনেট এর নির্বাহী পরিচালক সোহানুর রহমান।
এসময় ইয়ুথনেট এর নির্বাহী বলেন, ‘জলবায়ু জাস্টিস নিয়ে আমরা ২০১৬ সাল থেকে সারাদেশে কাজ করছি। আমরা সব-সময় চেষ্টা করছি ইয়ুথনেটের মাধ্যমে দেশের পরিবেশ ও জলবায়ু সুবিচার প্রতিষ্ঠা করার।’
এসময় আরো উপস্থিত ছিলেন, যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তানজিল শফিক ও প্রচেষ্টা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইকরাম উদ্দিন আবির, বৃক্ষ প্রেমিক আনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য,ইয়ুথনেট গত দুই বছর ধরে কুড়িগ্রামের চরাঞ্চল মানুষদের জীবনমান উন্নয়নে,আর্থিকভাবে স্বাবলম্বী করতে ও জলবায়ু সুবিচার নিয়ে কাজ করছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন