কুড়িগ্রামে কৃষি উদ্দোক্তা সমাবেশ অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/10/Kurigram-Farmer-Somabes-photo-21.10.2023-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কৃষি উদ্দোক্তাদের দক্ষতা উন্নয়নে কুড়িগ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের আয়োজনে শনিবার দুপুরে শহরের শেখ রাসেল অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষি উদ্দোক্তাদের উন্নত প্রশিক্ষনের পাশাপাশি সহজ শর্তে রৃণ প্রদানসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার কথা জানান আয়োজকরা। উদ্দোক্তা সমাবেশে জেলার ৯ উপজেলার কয়েকশ কৃষি উদ্দোক্তা অংশ নেন।
অনুষ্ঠানে প্রাথমিক ও গন শিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, ব্যাংকের উপ ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম ভুঁইয়া, এটিএম তাহমিদুজ্জামান উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন