কুড়িগ্রামে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন কুড়িগ্রাম ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অরগানাইজেশন ই এস ডিওর আয়োজনে (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা।

স্থানীয় সরকার বিভাগ কুড়িগ্রাম উপপরিচালক,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সমন্বয়কারী মোঃ তাজমিনুল ইসলাম তরুন, মোহাম্মদ আশরাফুল হাবিব, মোহাম্মদ রোকনুজ্জামান, ত্বাইয়েবা আকতার।

প্রোগাম এ্যান্ড ফিন্যান্স অফিসার তাহেরা সহ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় সভায় উপস্থিত কর্মকর্তাগণ ইউনিয়িন পর্যায়ে গ্রাম আদালতকে সক্রিয় করতে প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন। সমন্বয় সভা বিকেলে শেষ হয়।