কুড়িগ্রামে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/05/Kurigram-Gram-Adalot-Shova-News-Photo-30.05.24.docx.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে জেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে জেলা প্রশাসক কুড়িগ্রাম সম্মেলন কক্ষে জেলা প্রশাসন কুড়িগ্রাম এর আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের গ্রামীন এলাকার জনগন বিশেষত নারী,জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবি ত গোষ্ঠির মানুষের ন্যায়বিচার সুযোগ বৃদ্ধি করার লক্ষে স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের বাস্তবায়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়ের প্রকল্পের আওতায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কুড়িগ্রাম মোহাম্মদ সাইদুল আরিফ, সভাপতিত্ব করেন স্থানীয় সরকার কুড়িগ্রাম ভারপ্রাপ্ত উপপরিচালক মো,বরমান হোসেন। রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকতৃা খাদিজা বেগম সহ সভায় ৯ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইএসডিও গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যানেজার দৌলতুনেছা সহ ৭৩ টি ইউনিয়নের হিসাব সহকারী উপস্থিত ছিলেন,।
সভায় গ্রাম আদালত কে সক্রিয় করণ বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন