কুড়িগ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের হয়রানীর প্রতিবাদে ও অভিন্ন চাকুরী বিধি প্রনয়নসহ চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরী নিয়মিত করনের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানব বন্ধনে অংশ নেয় কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম লতেশ চন্দ্র, লাইনম্যান নাজমুল, রবিউল অন্যান্যরা।
বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি কওে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের হয়রানী করা হচ্ছে।

এ সকল ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে হয়রানী বন্ধের দাবি জানান তারা। এছাড়াও অনতিবিলম্বে আরইবি ও পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি প্রনয়নসহ চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকুরী নিয়মিত করা না হলে আরইবি কে বয়কটের ঘোষণা দেন বক্তারা।