কুড়িগ্রামে পুকুরের পানিতে খেলতে গিয়ে প্রাণ গেল ২ শিশুর
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/পানিতে-ডুবে-মৃত্যু.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পুকুরের পানিতে গাছের গুড়ি দিয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে লিপন (৬) এবং মেহেদী হাসান (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার ১৫ মে দুপুর ২টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সরকার পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিপন ওই এলাকার রাশেদের ছেলে এবং মেহেদী হাসান মাঈদুলের ছেলে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়,গরমের কারণে পুকুরের পানিতে গাছের গুড়িতে উঠে খেলতে ছিল শিশু দুজন। খেলতে খেলতে একসময় গাছের গুড়ির নিচে পরে যায়। এসময় পানির নিচে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় শিশু দুটি। পরে স্থানীযরা টের পেয়ে ওই পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া বলেন,পুকুরের পানিতে গাছের গুড়ি দিয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানান।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন