কুড়িগ্রামে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূতি উপলক্ষে কুড়িগ্রামে আলোচনাসভা সাংস্কৃতিক অনুষ্ঠান, ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ মে) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম মোহাম্মদ সাইদুল আরীফ। বক্তব্য রাখেন পুলিশ সুপার কুড়িগ্রাম আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম,পৌর মেয়র কাজিউল ইসলাম,সিভিল সার্জন মন্জুর এ মূর্শেদ,বীরপ্রতীক আব্দুল হাই,একুশে পদকপ্রাপ্ত এ্যাড,আব্রাহাম লিংকন,কুড়িগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দিন,জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সাইদ হাসান লোবান সহ বিশিষ্টজন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে গান ও নৃত্য পরিবেশন করে শিল্পীরা।পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন