কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে জেলা যুব প্লাটফর্ম-গালস গেট কমিটির কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় পর্যায়ে সংলাপে অবদান রাখতে জেলা যুব প্লাটফর্ম-গালস গেট ইক্যুয়াল কমিটির সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে কুড়িগ্রাম আরডিআর এস প্রশিক্ষণ কক্ষে চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প, আরডিআর এস বাংলাদেশ ও এমজেএসকেএস এর আয়োজনে, এন আর- টেলিনথ ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় অনুষ্ঠিত।
কর্মশালায় জেলা যুব প্লাটফর্মের ৯ উপজেলা থেকে ১৮ জন ও জেলা ব্রেভ গার্লস প্লাটফর্মের তজন প্রতিনিধি অংশ নেয়। এ সময় বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন টেকনিক্যাল অফিসার, আব্দুল মমিন হোসেন,টিও আর ডি আর এস ফারজানা ফৌজিয়া, জেলা যুব প্লাটফর্মের প্রতিনিধি নির্বাচন নিয়ে আলোচনা করেন-টিও লীড মোঃ ইলিয়াস আলী, কর্মশালায় মাইটিভি জেলা প্রতিনিধি।
আশরাফুল হক রুবেল,বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি একরামুল হক সম্রাট, যুব প্লাটফর্মের মনতাজুর রহমান বিপ্লব, ব্রেভ গার্লস জোৎস্না বেগম,পলীরাণী সহ যুব প্লাটফর্মের অংশগ্রহনকারীরা বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, শুধু বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা র্সষ্টি নয় তারা একইসঙ্গে শিশুদের জন্ম নিবন্ধন, নারী নির্যাতন বন্ধ সহ সামাজিক অনেক কার্যক্রমে অংশগ্রহন করছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন