কুড়িগ্রামে বিএনপির কালোপতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রামে দ্রব্যমুল্যের সীমাহীন উর্দ্ধগতি, বেগম খালেদা জিয়াসহ নেতা কর্মীদের মুক্তি,সকল মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে কালোপতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে মোক্তারপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের হয় পরে কেন্দ্রীয় বাজারে পোদ্দার মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন , সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী,মোসলেম উদ্দিন মোল্লা দুলাল, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু,জামিল আহমেদ,সদর উপজেলা বিএনপি সম্পাদক মাহবুব হোসেন,স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রিপন,পরিবার কল্যাণ সম্পাদক হেদায়েত হোসেন এলিচ,পৌর বিএনপি সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব,জিয়া পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পুতুল,জেলা যুবদল সভাপতি রায়হান কবির,সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,সিনিয়র সহ সভাপতি নাসিম পারভেজ তারা,সদর উপজেলা যুবদল আহবায়ক আব্দুর রশিদ নয়ন,সাবেক সাধারণ সম্পাদক পৌর যুবদল ইনসান আলী,যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন বুলেট,জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন কাজল,সদর উপজেলা আহবায়ক মমিনুল হক,পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মেহেদী,জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মহিবুল হুদা রবিন,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল রানা,যুগ্ম সম্পাদক সরোয়ার আহমেদ সাওন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,সরকার মানুষের ভোট নিয়ে প্রতারণা করেছে।বিএনপির ২৫ হাজার নেতাকর্মীকে আটক করে তারা ডামি নির্বাচন করে তামাশার সংসদ বসিয়েছে। অবিলম্বে বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দির মুক্তি দাবি করেন বক্তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন