কুড়িগ্রামে মহিলা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
যৌন নীপিড়ন ও হয়রানী মুক্ত শিক্ষাঙ্গন চাই’- এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা।
সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দীন ইসলাম কর্তৃক আইন বিভাগের ছাত্রীর আত্মহত্যার প্ররোচনার ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতীমা রায় চৌধুরী, সহ-সভাপতি মাধুবালা দেব, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মালাদেব প্রমূখ।
বক্তারা বলেন, একটা সভ্য রাষ্ট্রে এধরনের ঘটনা কখনো মেনে নেওয়া যায় না আমরা এই বাংলাদেশ চাই না। শিক্ষাঙ্গনগুলো দ্রæত যৌন নীপিড়ন মুক্ত করারও দাবী জানান তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন