কুড়িগ্রামে শীতের তীব্রতায় জনজীবনে ভোগান্তি বেড়েছে, সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রী সেলসিয়াস

শীতের তীব্রতায় ব্যাহত হয়ে পড়েছে কুড়িগ্রামের জেলার স্বাভাবিক জীবনযাত্রা। ঘনকুয়াশায় ভোরে ঢাকা পড়ছে গোটা জনপদ। আজ সোমবার সকাল ৬ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। দিনের অধিকাংশ সময় সূর্য্য মেঘে ঢাকা থাকছে। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশী অনুভূত হতে হচ্ছে।

ঘনকুয়াশার কারণে যানবাহনগুলো হেড-লাইট জ্বালিয়েবিলম্বে যাতায়াত করছে। আবহাওয়া পরিবর্তনের হাসপাতালগুলোতে প্রতিদিন বৃদ্ধি পাচেছ জনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।
অন্যদিকে, কুয়াশা ও শীতের তীব্রতায় কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছে।

অপরদিকে,হিমেল বাতাসে শীতের কবলে পড়েছে জেলার উপর দিয়ে প্রবাহিত ১৬ টি নদ-নদী তীরবর্তী ৩ শতাধিক চর ও দ্বীপ চরের হত দরিদ্র মানুষগুলো।