কুড়িগ্রামে সমাজসেবার উদ্যোগে ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/03/20240305_124456-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ (মঙ্গলবার) সকাল ১১টায় কুড়িগ্রাম শহর সমাজসেবা কার্যালয়ের হলরুমে সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ানের সভাপতিত্বে অনূষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বরমান হোসেন, বিশেষ অতিথি ছিলেন-জেলা সমাজসেবা কর্মকর্তা রোকোনুল ইসলাম।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কুমার দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, প্রশিক্ষক নুরুজ্জামান সরকার বাহাদুর প্রমুখ।
ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে বক্তারা প্রশিক্ষণপ্রাপ্ত ৪ হাজার ৫’শ ৬৫জন প্রশিক্ষণার্থী, দগ্ধ ও প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে বিস্তর আলোচনা করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন