কুড়িগ্রামে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ক্রাড প্রকল্পের সুবিধাভোগীদের সমন্বয় সভা
কুড়িগ্রামে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ক্রাড প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে দিনব্যাপী সংযোগ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামের মোগলবাসা ইউনিয়ন পরিষদে গুড নেইবারস বাংলাদেশ কুড়িগ্রাম সিডিপির আয়োজনে ক্রাড প্রকল্পের ২০ জন সুবিধাভোগী নেতৃত্বের সাথে এ সরকারী বেসরকারী কমকর্তাদের সাথে এ সংযোগ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সংযোগ সমন্বয় সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন কুড়িগ্রাম উপ- ব্যবস্থাপক শাহ মোহাম্মদ জোনায়েদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুজন বর্মণ, উপসহকারী কৃষি কর্মকর্তা রাজন কুমার মালাকার, মোগলবাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাফুজার রহমান, এলএসপি আজিজুল ইসলাম, এ আই টেকনিশিয়ান ডাঃ আক্কাস আলী,উপজেলা প্রাণী সম্পদ।
এ সময় কুড়িগ্রাম সিডিপি ম্যানেজার রোমিও রতন গোমেজ।এই সংযোগ সমন্বয় সভা সম্পর্কে তিনি জানান,গুড নেইবারস বাংলাদেশ একটি আর্ন্তজাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ২০১৮ সাল থেকে কুড়িগ্রাম জেলার যাত্রাপুর ইউনিয়নে কাজন শুরু করে।
চর ও নদীভাঙ্গন কবলিত এলাকার মানুষের সাথে সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তার সাথে এ ধরনের বৈঠকের ফলে এ সব এলাকার প্রান্তিক মানুষজন বেশ উপকৃত হয়। ২০২৪ সালের জানুয়ারী থেকে মোগলবাসায় এই সংযোগ সমন্বয় সভা করে আসছে গুড নেইবারস বাংলাদেশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন