কুড়িগ্রামে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কুড়িগ্রামে ১৭ই আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।জেলা আওয়ামী লীগের সহ—সভাপতি সাঈদ হাসান লোবান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন— জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, , এসএম আব্রাহাম লিংকন, ওবায়দুর রহমান, মোস্তাফিজার রহমান সাজু প্রমূখ।

বক্তারা বলেন— ২০০৫ সালের এই দিনে বিএনপি— জামায়াতের ইন্ধনে সাম্প্রদায়িক অপশক্তি প্রচলিত ব বিচার পদ্ধতি বাতিলের দাবীতে দেশের ৬৩ জেলার ৫শত স্পটে একই সময়ে সিরিজ বোমা হামলা চালায়। আগামী নির্বাচনকে সামনে রেখে আবারও বিএনপি—জামায়াত দেশ ব্যাপী নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। সকল নেতা—কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থাকারও আহ্বান জানান বক্তারা।