কুড়িগ্রামে ৩৩ তম আর্ন্তজাতিক, ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস নানা আয়োজনে পালন
কুড়িগ্রামে ৩৩ তম আর্ন্তজাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ নানা আয়োজনে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনাসভা,পুরস্কার বিতরণ ও প্রতিবন্ধেিদর মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
অর্ন্তভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ,বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগন এই স্লোগানে জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয,প্রতিবন্ধীসেবা ও সাহায্যকেন্দ্রের আয়োজনে সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালী বের হয় পরে দুপুরে কুড়িগ্রাম স্বপ্নকুড়ি মিলনায়তনে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা, জেলা সমাজসেবা উপ পরিচালক কুড়িগ্রাম হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বি,এম কুদরত ই খুদা, জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী,প্রতিবন্ধি সেবা কেন্দ্রের সমন্বয়ক ইউনুছ আলী সহ বিভিন্ন প্রতিবন্ধী স্কুলের শিক্ষক সহ এনজিও প্রতিনিধিরা। পরে বিশেষ বুদ্ধি সম্পন্ন মানুষজনের মাঝে পুরস্কার ও শারিরিক প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন