কুড়িগ্রামে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ
কুড়িগ্রামের শিবরাম মডেল প্রি—ক্যাডেট স্কুলের ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে স্কুল প্রাঙ্গনে নিজ উদ্যোগে এসব গাছের চারা বিতরণ করেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, সদর সার্কেল ওয়াহিদুন্নবী, শিবরাম মডেল প্রি—ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক জামিউল ইসলাম। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকগণও উপস্থিত ছিলেন।
কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম জানান, জলবায়ু পরিবর্তন ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী—বেসরকারী বিভিন্ন অফিসে জেলা পুলিশের উদ্যোগে ৩০ হাজার গাছের চারা বিতরণের অংশ হিসাবে আজ শিবরামের শিক্ষার্থীদের এসব চারা বিতরণ করা হয়।
আগামী এক মাসের মধ্যে পর্যায়ক্রমে বিভিন্ন জাতের ৩০ হাজার গাছের চারা বিতরণ করা হবে বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন