কুড়িগ্রামে ৭৫ কেজি গাজাসহ তিনজন আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/Kurigram-75kg-Gaja-Recovered-photo-1-09.09.2023-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে পৃথক অভিযানে ৭৫ কেজি গাজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার মধ্যকুমোরপুর এলাকায় অভিযান চালিয়ে ডিমবাহী একটি পিকাপ ভ্যান থেকে তিন বস্তায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ।
এসময় পিকাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি। আটককৃতরা হলেন, নাগেশ্বরী থানার চৌকিদার পাড়া গ্রামের আমিনুল ইসলাম এবং নাগেশ্বরী পৌরসভার মনিচর গ্রামের রিপন খান।
অপরদিকে শনিবার ভোরে ২৫কেজি গাজাসহ নাগেশ্বরী উপজেলার অন্তরপুর এলাকার মাদক কারবারী ছকিম উদ্দিনকে আটক করে নাগেশ্বরী থানা পুলিশ।
নাগেশ^রী থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান ও জেলা ডিবি পুলিশের ওসি মো: আইয়ুব আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন