কুড়িগ্রামের ভুরুঙ্গামারী তে তারাবির টাকা কম দেওয়ায় মুসল্লির দাড়ি টেনে ছিড়ার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রমজান মাসের তারাবির নামাজের ইমামের বেতনের টাকা কম দেওয়ায় মুন্নাফ নামের এক মুসল্লির মুখের দাড়ি টেনে ছিড়ে ফেলার প্রতিবাদে ও বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
উপজেলার জয়মনির হাট বাজারে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের জয়মনি হাট ক্লাব বাজার জামে মসজিদে অনুষ্ঠিত তারাবির নামাজের ইমামের বেতনের টাকা নুর আলম নামের জনৈক ব্যক্তি গত ২৯ রমজান শুক্রবার সকাল এগারটার দিকে ওই বাজারের মুদি দোকানদার মুন্নাফ আলীর কাছে গিয়ে টাকা চান। এসময় মুন্নাফ তাকে ৫০ টাকা দিলে তিনি ঐ টাকা ছুড়ে ফেলেন। পরে উত্তেজিত হয়ে মোন্নাফ এর জামার কলার চেপে ধরে কিল ঘুশি দেয় ও মুখের কিছু দাড়ি টেনে ছিড়ে ফেলে। এ ঘটনায় মুন্নাফ আহত হলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যানের নিকট বিচার দাবি করে।
আহত মোন্নাফ আলী জয়মনিরহাট ইউনিয়য়ের ছোট খাটামারী গ্রামের সামসুল হকের ছেলে। সে পেশায় মুদি দোকানদার।
ইউপি চেয়ারম্যান আজ সোমবার বিষয়টি মীমাংসার জন্য পরিষদে ডাকলে বাদী উপস্থিত হলেও বিবাদী নুর আলম আলম অনুপস্থিত থাকে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করে অভিযুক্ত ব্যক্তির বিচার দাবি করে বিক্ষোভ করে এবং রাসুল (সাঃ) এর সুন্নাত দাড়ি অবমাননার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেয়।
খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
আহত মোন্নাফ আলী বলেন,‘ আমাকে মারধর করে দাড়ি টেনে তুলে দিয়েছে। আমাকে ভয়ভীতি দেখিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
জয়মনি হাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন আমি বিষয়টি মীমাংসা করার জন্য আজকে উভয় পক্ষকে ডাকি নুর আলম উপস্থিত না হওয়ায় কোন সমাধান করতে পারি নাই।
ভূরুঙ্গামারী থানার সেকেন্ড অফিসার এস রাফায়েত বলেন এ ঘটনায় প্রাথমিকভাবে দাড়ি তোলার বিষয়টির সত্যতা মিলেছে। একটি মামলা প্রক্রিধীন রয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন