কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জামায়াতের সূধী সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হল রুমে এই সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতের উপজেলা আমীর আলহাজ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী- নাগেশ্বরী-কচাকাটা) আসেনের জামায়াত মনোনীত আগামী সংসদ নির্বাচনের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাবেক কুড়িগ্রাম জেলা আমীর আজিজুর রহমান সরকার স্বপন।
অন্যান্যদের মধ্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি আবু হেনা মাসুম, শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মকবুল হোসেন, ছাত্র শিবিরের সাবেক কুড়িগ্রাম জেলা সভাপতি আবু জাফর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা অধ্যাপক হাফিজুর রহমান ও রকিবুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
সূধী সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন